Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

তত্ত্বাবধায়ক

ডা: এ. কে. এম. নজমূল  আহসান

তত্ত্বাবধায়ক

২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বরগুনা।


ডা: এ. কে. এম. নজমূল  আহসান বাংলাদেশ সিভিল সার্ভিস (স্বাস্থ্য) ২২ ব্যাচের একজন কর্মকর্তা। তিনি ১৮ নভেম্বর, ২০২৩ তারিখে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে তত্ত্বাবধায়ক পদে যোগদান করেন। তিনি ১৯৭২ সালের ১০ অক্টোবর পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি  শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন। চাকরি জীবনে মাঠ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে শিশু বিভাগে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

ডা: এ. কে. এম. নজমূল  আহসান ২০১৯ সালের ডিসেম্বর থেকে দেশের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সহকারী পরিচালক হিসেবে ২০২৩ সালের নভেস্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করেন। 

ডা: এ. কে. এম. নজমূল  আহসান ২০১৬ সালের এপ্রিল মাসে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ  উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা  হিসেবে যোগদান করেন।  এছাড়া তিনি সহকারী লেকচারার হিসেবে শের-ই-বাংলা মেডিকেল কলেজ এবং  বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে বিভিন্ন সময়ে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। 

ডা: এ. কে. এম. নজমূল  আহসান ব্যক্তিগত ও পারিবারিক জীবনে একজন সফল মানুষ।